প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩
পটুয়াখালীর দুমকিতে নদীর পাড় থেকে মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার মুরাদিয়ার ৩নং ওয়ার্ডের দীলিপ ডাক্তারের বাড়ি কাছে লোহালিয়া নদীর পাড়ে নবজাতককে দেখতে পান পথচারীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩নং ওয়ার্ডের বাসিন্দা দীলিপ ডাক্তারের বাড়ির পাশে লোহালিয়া নদীর পাড়ে সোমবার সন্ধ্যায় পথচারীরা মৃত নবজাতক দেখতে পান। খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সালাম বলেন, নদীর পাড় থেকে মৃত নবজাতক উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।