১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:৩৭

নয়াপল্টনে বিএনপির সমাবেশ নেতাকর্মীদের ব্যাপক শোডাউন 

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩

  • শেয়ার করুন

বর্তমান সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়াসহ সব সারাদেশে সকল রাজবন্দিদের মুক্তি এবং ১০ দফা দাবি আদায়ে সমাবেশ করেছে বিএনপি।

আজ ২৫ জানুয়ারি বুধবার দুপুর ২ টায় নয়াপল্টনে সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপি।

শ্যামপুর কদমতলী থানা বিএনপির মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা

ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সবুজবাগ থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দেন থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কোতোয়ালি থানার মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন সাবেক সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল আজিম

মোহাম্মদপুর থানা বিএনপির মিছিলে নেতৃত্ব দিয়ে সমাবেশে যোগ দেন বিএনপি নেতা এম এস আহমাদ আলী

জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের নেতৃত্বে নেতৃবৃন্দ

মোহাম্মদপুর থানা বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে

মোহাম্মদপুর থানা বিএনপির ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে

মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্বে নেতাকর্মীরা সমাবেশে

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২২ নম্বর ওয়ার্ড নেতাকর্মীরা সমাবেশে

ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে

ঢাকা মহানগর বিএনপির উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, যুগ্ম আহবায়ক আ ন ম সাইফুল ইসলাম, যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবীন, যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আতাউর রহমান, যুগ্ম আহবায়ক হাজী মোঃ মোস্তফা জামান, আব্দুস সাত্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য মকবুল ইসলাম টিপু,সাব্বির আহম্মেদ আরিফ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য হাজী মোঃ নাজিম, ফরহাদ হোসেন, আকবর হোসেন নান্টু ভূঁইয়া, হাজী মোঃ ইউসুফ, এ্যাড আক্তারুজ্জামান, আলাউদ্দিন সরকার টিপু, কোতয়ালি থানা বিএনপির হাজী আনোয়ারুল আজিম, শ্যামপুর থানা বিএনপির নেতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন, কদমতলী থানা বিএনপির রবিউল ইসলাম দিপু, মিরপুর থানা বিএনপির দেলোয়ার হোসেন দুলু ও মেজবাহ উদ্দিন জনি, শাহআলী থানা বিএনপির সেলিম দেওয়ান গিয়াস, বিমানবন্দর থানা বিএনপির দেলোয়ার হোসেন দিলু, তুরাগ থানা বিএনপির আমান উল্লাহ ভূইয়া, হাজী জহিরুল ইসলাম, মোঃ চান মিয়া, মোহাম্মদপুর থানা বিএনপির এম এস আহমাদ আলী, এ্যাড সারোয়ার হোসেন সাকিফ, মিজানুর রহমান ইসহাক, এ্যাড মাসুম খান রাজেশ, চকবাজার থানা বিএনপির শফিকুল ইসলাম রাসেল, উত্তর খান থানা বিএনপির সেলিম মোল্লা, ভাটারা থানা বিএনপির সেলিম মিয়া,জিয়া মঞ্চের ফয়েজ উল্লাহ ইকবাল, ঢাকা মহানগর উত্তর যুবদলের জাহিদ হোসেন মোড়ল, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা রুনা সহ বিএনপি ও অংগসংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দকে সমাবেশে দেখা গেছে।

গুলশান থানা বিএনপির নেতৃবৃন্দ সমাবেশে

পল্টনের সমাবেশে বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক শোডাউন করে সমাগম ছিল।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর কদমতলী থানা বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ যোগ দেন। এ সময় মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক তানভীর আহমেদ রবীন। মিছিলে শ্যামপুর থানা বিএনপির নেতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন ও কদমতলী থানা বিএনপির নেতা রবিউল ইসলাম দিপু সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কোতোয়ালি থানার মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন সাবেক সাধারণ সম্পাদক হাজী আনোয়ারুল আজিম। চকবাজার থানা বিএনপির মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির ও সাবেক থানা কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম রাসেল সহ স্হানীয় নেতাকর্মীরা।

দক্ষিণ বিএনপির সবুজবাগ থানার মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল রহিম। বিএনপি নেতা মিজানুর রহমান, সোহেল আহমেদ মাকসুদ সেলিম সরকার, মহিলা দলের রীমা আক্তারসহ প্রমুখ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শাহাবাগ থানা বিএনপির ২০ নম্বর ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন আহবায়ক জাহিদ হোসেন নোয়াব ও মনির হোসেন টিটু।

যাএাবাড়ী থানা বিএনপির ৬৪ নম্বর ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন ওয়ার্ডের সভাপতি ইসমাইল হোসেন ভূইয়া তুহিন,

ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা বিএনপির মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। মিছিলে নেতৃত্ব দেন আমান উল্লাহ ভূইয়া, হাজী জহিরুল ইসলাম জহির, মোঃ চান মিয়া সহ প্রমুখ নেতাকর্মী। বিমান বন্দর থানা বিএনপির মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু ও থানা বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলু সহ নেতাকর্মীরা। মিরপুর থানা বিএনপির নেতাকর্মীরা ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার এর নেতৃত্বে অংশ নেন। এ সময় থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু ও বিএনপি নেতা মেজবাহ উদ্দিন জনি সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির সমাবেশের শুরুতে সমাবেশে আগত নেতাকর্মীরা মোনাজাত দিয়ে সমাবেশ শুরু করছেন। ছবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার ও মিরপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলু সহ নেতাকর্মীরা।

মোহাম্মদপুর থানা বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। এসময় মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক ৩৩ নং ওয়ার্ডের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বিএনপি নেতা এম এস আহমাদ আলী, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড সারোয়ার হোসেন সাকিফ, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ইসহাক সহ প্রমুখ নেতাকর্মীরা।

মোহাম্মদপুর থানা বিএনপির ৩৪ নং ওয়ার্ড কমিটির সভাপতি এ্যাড মাসুম খান রাজেশ, সাধারণ সম্পাদক ওসমান রেজা, বিএনপি নেতা আরিফুর রহমান সেলিম, আব্দুল কুদ্দুস, সৈয়দ আব্বাসসহ প্রমুখ নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

 

ঢাকা মহানগর উত্তর বিএনপির ২২ নং ওয়ার্ডের মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি। এ সময় বিএনপি নেতা শাহআলম, মোজাম্মেল হোসেন সেলিম, নিজাম উদ্দিন টিপু, তারিকুল আনোয়ার সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ইকবালের নেতৃত্বে সমাবেশে উপস্থিত হন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট নাজমুল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া মঞ্চের সভাপতি আব্দুল হামিদ মামুন, সাধারণ সম্পাদক রেজওয়ান মাসুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর জিয়া মঞ্চের সভাপতি সাহাদাৎ হোসেন পলাশ, সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সায়েম সহ প্রমুখ নেতৃবৃন্দ।

  • শেয়ার করুন