৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৮:৪৭

নোয়াখালীতে গাড়িচাপায় এক বৃদ্ধ নারী নিহত

প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৩

  • শেয়ার করুন

নোয়াখালীর বেগমগঞ্জে দ্রুতগতির বাসচাপায় সকিনা বেগম (৭০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সকিনা বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাদিরপুর এলাকার মৃত হাবীব উল্যার স্ত্রী।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আমিনুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মো. আমিনুল বলেন, সন্ধ্যার দিকে ওই বৃদ্ধ নারী আত্মীয়ের বাসা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় চৌমুহনী চৌরাস্তা এলাকায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়ক পার হতে গিয়ে ঢাকাগামী বাস তাকে চাপা দেয়। এতে মাথা পুরোপুরি থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • শেয়ার করুন