প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২২
পল্লীর আভাস: দেশের গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধিকল্পে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত ১,০০০.০০ (এক হাজার) কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণ বিষয়ে ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখে ডেপুটি গভর্নর জনাব এ, কে, এম সাজেদুর রহমান খান-এর উপস্থিতিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি অংশগ্রহণ চুক্তি (চধৎঃরপরঢ়ধঃরড়হ অমৎববসবহঃ) স্বাক্ষরিত হয়।
চুক্তিতে ন্যাশনাল ব্যাংক লিমিটেড এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ রইস উদ্দিন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ স্ব-স্ব ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন।
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে নির্বাহী পরিচালক জনাব মোঃ আওলাদ হোসেন চৌধুরীসহ বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণ বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।