৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৫:০৯

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২

  • শেয়ার করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ এলাকায় আজ তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বেলা ১১টার দিকে এ তথ্য জানিয়েছে।

 

এদিকে, কিছুদিন ধরে পঞ্চগড়ে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হচ্ছে। এর মধ্যেই আজ সকাল ৯টায় তাপমাত্রা ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।

 

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • শেয়ার করুন