৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২৮

পর্যটকে মুখরিত কুয়াকাটা

প্রকাশিত: আগস্ট ১২, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস :

কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করেছে ভ্রমণ পিয়াসু হাজারো মানুষ। শুক্রবার (১২ আগস্ট) সকাল থেকে সৈকতে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে। পদ্মা সেতু চালুর পর এ সৈকতে পর্যটকের উপস্থিতি কয়েক গুণ বেড়ে গেছে।

স্থানীয়রা জানান, সৈকতের শুঁটকি পল্লি, গঙ্গামতির সৈকত, রাখাইন পল্লি, ইকোপার্ক, ইলিশ পার্ক, লেম্বুর বন ও সৈকতের ঝাউবাগানসহ বেশিরভাগ স্পট পর্যটকদের পদচারণায় মুখরিত। আগত পর্যটকরা সৈকতে নোনা জলে গা ভাসিয়ে আনন্দে মেতে উঠতে দেখা গেছে।

সায়মা নামের আরেক পর্যটক জানান, সকালে এসেছি। এখন বাচ্চাদের নিয়ে গোসল করছি। ঘোরাঘুরি, ফিস ফ্রাই খেয়ে শনিবার ফিরে যাবো।

স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটক আসতো কুয়াকাটায়। পদ্মা সেতু খুলে দেওয়ার এ সময়েও পর্যটকে ভরা কুয়াকাটা।

ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) প্রেসিডেন্ট রুমান ইমতিয়াজ তুষার জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটক বেড়েছে কয়েকগুণ।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, পদ্মা সেতু খুলে দেওয়ার পর কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি বেড়েছে। তাদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে।

 

  • শেয়ার করুন