প্রকাশিত: জুন ১৫, ২০২৩
অবশেষে ২০২৩ এশিয়া কাপের তারিখ এবং ভেন্যু আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলো। আগামী ৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পাকিস্তান এবং শ্রীলঙ্কায় হবে এবারের আসর। বিস্তারিত সূচি অবশ্য এখনও প্রকাশ করা হয়নি।
এশিয়া কাপের এবারের আসর পুরোটা হওয়ার কথা ছিল পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি না হওয়ায় সামনে আসে হাইব্রিড মডেল। অর্থাৎ পাকিস্তানে কিছু ম্যাচ আর শ্রীলঙ্কায় কিছু ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবার জানালো, এশিয়া কাপের ১৩ ম্যাচের ৪টি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। বাকি ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ৫০ ওভারের ফরম্যাটে হবে এবারের এশিয়া কাপ।
এবারের আসরে অংশ নিচ্ছে ছয়টি দল-বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই ছয় দল। প্রতিটি গ্রুপ থেকে দুটি দল সুপার ফোরে খেলার জন্য যোগ্যতা অর্জন করবে। সুপার ফোর পর্বের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে।
এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। যদিও ২০২২ এশিয়া কাপ ছিল ২০ ওভারের ফরম্যাটে। ৫০ ওভারের ফরম্যাটে সবশেষ এশিয়া কাপ হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। যেখানে শেষ বলের থ্রিলারে বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত।