৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৪

পিএসজির জার্সিতে শেষ ম্যাচটা সুখকর হলো না মেসির

প্রকাশিত: জুন ৪, ২০২৩

  • শেয়ার করুন

ক্লেরমন্ট ফুটের বিপক্ষে লিওনেল মেসির শেষ ম্যাচ খেলার কথা কোচ গালতিয়ের বললেও ক্লাবের পক্ষ বলা হয়েছে আজকের ম্যাচটিই পিএসজিতে শেষ ম্যাচ নয় বরং তা হবে মৌসুমের শেষ ম্যাচ।

এরই মধ্যে ১১টি ফ্রেঞ্চ লিগের শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। নিয়ম রক্ষার শেষ ম্যাচে আজ শনিবার রাত ১টায় ক্লেরমেন্টের মুখোমুখি হবে ফরাসি চ্যাম্পিয়নরা। এটি হতে পারে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মৌসুমের শেষ ম্যাচ। তবে পিএসজির জার্সিতে এটি শেষ ম্যাচ নয়। আগামী প্রাক-প্রস্তুতি মৌসুমে ফরাসি জায়ান্টের জার্সিতে খেলতে পারেন আর্জেন্টাইন মহাতারকা।

এর আগে সংবাদ সম্মেলনে পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছিলেন শনিবার মৌসুমের শেষ ম্যাচে খেলবেন মেসি। তিনি বলেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমেন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী মেসি ক্লাব ও সমর্থকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনাই পাবে।’

২০২১ সালে বার্সার সঙ্গে ১৭ বছরের সম্পর্কের ইতি টেনে দুই বছেরের চুক্তিতে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। টানা দুই মৌসুমে দলকে জেতান লিগ শিরোপা। তবে জেতাতে পারেনি চ্যাম্পিয়ন লিগের শিরোপা। চলতি মৌসুমে ছিলেন দুর্দান্ত ফর্মে। নিজে ১৬ গোল করার পাশাপাশি অন্যদের দিয়ে করান ১৬ গোল।

বিশ্বকাপের সময় শোনা যাচ্ছিল বাড়তে পারে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ। কিন্তু নানা জটিলতায় সেই চুক্তি আর হয়নি। পিএসজি অধ্যায় শেষ করলেও মেসির পরবর্তী গন্তব্য এখনো চূড়ান্ত হয়নি। তার সম্ভাব্য গন্তব্যের মধ্যে রয়েছে সৌদির ক্লাব আল-হিলাল। এরই মধ্যে মেসিকে দুই বছরের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব দিয়েছে দলটি।

আর্জেন্টাইন অধিনায়ককে পেতে চাইছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিও। আর মেসিকে ফিরিয়ে আনতে জোর চেষ্টা চালাচ্ছে বার্সেলোনা।

  • শেয়ার করুন