৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:২৫

প্যাকেটজাত লবণের দাম কেজিতে ৭ টাকা বাড়িয়েছেন

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২২

  • শেয়ার করুন

দেশে তেল, চিনি, আটা, ময়দার দামের ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে প্যাকেটজাত লবণের ওপরও। মাত্র তিন মাসের ব্যবধানে খুচরা পর্যায়ে প্যাকেটজাত লবণের দাম কেজিতে ৭ টাকা বাড়িয়েছেন মিল মালিকরা। চলতি বছরের আগস্ট পর্যন্ত যেখানে প্যাকেট লবণ বিক্রি হতো ৩৫ টাকায়, ডিসেম্বরের শুরুতে সেই দাম নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা।

 

সরকারের সঙ্গে পরামর্শ করে তেল ও চিনির দাম সমন্বয় করা হলেও আটা, ময়দা বা অন্যন্য পণ্যের ক্ষেত্রে তা সমন্বয় করছেন ব্যবসায়ীরাই। একইভাবে আয়োডিনযুক্ত প্যাকেটজাত লবণের দাম পরিশোধনকারী মিল মালিকরা সমন্বয় করেছেন বলে জানা গেছে।

 

২০২০, ২০২১ এবং ২০২২ সালের আগস্ট পর্যন্ত প্রতি কেজি প্যাকেট লবণের দাম ছিল ৩৫ টাকা। সেপ্টেম্বরের শুরুতে খুচরা পর্যায়ে ৩ টাকা ও পরে নভেম্বরে আরও দুই টাকা বাড়িয়ে ৪০ টাকা করেন মিল মালিকরা।

 

এর পরের মাস ডিসেম্বরের শুরুতে এখন তা নির্ধারণ করা হয়েছে ৪২ টাকা। তবে রাজধানীর কয়েকটি বাজারে ৪০ টাকা দামের বিভিন্ন কোম্পানির প্যাকেট লবণ পাওয়া গেলেও নতুন দামের লবণ এখনো দেখা যায়নি। তবে ইতোমধ্যে বাজারে নতুন দামের লবণ সরবরাহ শুরু করেছে পরিবেশকরা। এ ক্ষেত্রে কোম্পানির পক্ষ থেকে ব্যবসায়ীদের মৌখিকভাবে জানানো হলেও সাধারণ মানুষের জন্য কোনো বিজ্ঞপ্তি বা ঘোষণা দেওয়া হয়নি।

 

নিউমার্কেট কাঁচাবাজারের মেসার্স বিউটি স্টোরের বিক্রয় প্রতিনিধি মো. মামুন জানান, পরিবেশক প্রতিনিধিরা দোকানে বলে গেছে, লবণের দাম বেড়েছে। নতুন দামে খুচরা মূল্য হবে ৪২ টাকা। এ নিয়ে তৃতীয় দফায় লবণের দাম বাড়ছে।

  • শেয়ার করুন