৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে জাসদের অভিনন্দন

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২

  • শেয়ার করুন

আওয়ামী লীগের নতুন কমিটিতে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার যৌথভাবে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় জাসদ নেতৃবৃন্দ পুনর্নির্বাচিত আওয়ামী লীগের নতুন সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্য, সর্বাঙ্গীণ মঙ্গল ও সাফল্য কামনা করেন।

শনিবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন।

১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা দশমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন। ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।

  • শেয়ার করুন