৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:২৭

প্লে অফের আগে বিপিএল টিকিটের দাম বাড়ল

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৩

  • শেয়ার করুন

প্লে-অফে এসে বাড়ানো হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের টিকিটের দাম। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের টিকিটের দাম নতুন করে নির্ধারণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

লিগ পর্বের ম্যাচগুলোতে টিকিটের সর্বনিম্ন দাম ছিল ২০০ টাকা। আর সর্বোচ্চ দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। এবার সব ক্যাটাগরিতে বাড়ানো হয়েছে টিকিটের দাম।

লিগ পর্বের গ্রাউন্ড স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ১ হাজার ৫০০ টাকা। এবার তা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার টাকা। দুই প্রান্তে ভিআইপি স্ট্যান্ডের টিকেটের দাম ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা।

শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড বা ক্লাব হাউজের টিকিটের আগের দাম ছিল ৫০০ টাকা। এবার তা ৩০০ বাড়িয়ে করা হয়েছে ৮০০ টাকা। ছাউনিযুক্ত নর্দার্ন ও সাউদার্ন স্ট্যান্ডের জন্য গুনতে হবে ৪০০ টাকা। লিগ পর্বে যা ছিল ৩০০ টাকা।

এ ছাড়া বাড়তি টাকা খরচ করতে হবে খোলা আকাশের নিচে ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা দেখতে। ১০০ টাকা বাড়িয়ে এই গ্যালারির টিকিটের নাম নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

প্রতিবারের মতো এবারও মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন কাউন্টার ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে পাওয়া যাবে টিকিট। ম্যাচের আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে টিকিট বিক্রি। প্রাপ্যতা সাপেক্ষে ম্যাচের দিনও বিক্রি করা হবে টিকিট।

রোববার এলিমিনেটর ম্যাচে লড়বে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এক টিকিটেই দেখা যাবে এই দুই ম্যাচ।

এক নজরে টিকিটের দাম
গ্রাউন্ড স্ট্যান্ড ২০০০ টাকা

ভিআইপি স্ট্যান্ড ১৫০০ টাকা

ক্লাব হাউজ ৮০০ টাকা

নর্দান ও সাউদার্ন ৪০০ টাকা

ইস্টার্ন গ্যালারি ৩০০ টাকা

  • শেয়ার করুন