৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৫১

বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল: কাজী নাবিল

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস:

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আগামী নির্বাচনে যশোরের সব আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। কারণ বাংলাদেশের মানুষের অগ্রগতি ও উন্নয়ন তার হাত ধরেই সম্ভব।’

বুধবার (১৭ আগস্ট) বেলা পৌনে ১২টায় যশোরের পালবাড়ী গাজীর ঘাটে জাতীয় শোক দিবসের আলোচনা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করেন মহিলা লীগ নেত্রী নাছিমা সুলতানা মহুয়া। সংক্ষিপ্ত বক্তব্য শেষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন এমপি।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রতিষ্ঠা করেন শেখ হাসিনা। ২০০১ সালে আন্তর্জাতিক চক্রান্তে তিনি ক্ষমতা থেকে চলে যান। ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত ১৩ বছর ক্ষমতায় আছেন পর পর তিন মেয়াদে, তিনি মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ বর্তমানে উন্নয়নের রোল মডেল। তার নেতৃত্বে সব সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, শ্রমিক লীগ নেতা জবেদ আলী, পৌর কাউন্সিলর মোকছিমুল বারী অপু, জাহিদ হোসেন মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, রবি সিদ্দিকী, লাইজু জামান, মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, অ্যাডভোকেট সেতারা খাতুন প্রমুখ।

  • শেয়ার করুন