৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:৫৫

বিএনপি খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

প্রকাশিত: জুন ১৫, ২০২৩

  • শেয়ার করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য না বানানোর আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সম্মান রেখে আমি তাদের অনুরোধ জানাবো, দয়া করে খালেদা জিয়াকে বা তার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানাবেন না।’

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য একজন মানুষের স্বাস্থ্যকে রাজনৈতিকীকরণ করার উদাহরণ উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, তারা বেগম জিয়াকে রাজনীতির পণ্য বানিয়েছে। এটা তার জন্য প্রচণ্ড অবমাননাকর। খালেদা জিয়ার প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান রেখে আমি তাদের অনুরোধ জানাবো, দয়া করে খালেদা জিয়াকে বা তার স্বাস্থ্যকে রাজনৈতিক পণ্য বানাবেন না।

  • শেয়ার করুন