১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১২:৩৬

বিদ্যুতের দাম আবারও বাড়ল, কাল থেকেই কার্যকর

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৩

  • শেয়ার করুন

বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে সরকার। ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়ানো হয়েছে। মার্চ মাসের বিদ্যুতের বিলেই নতুন এ দাম কার্যকর হবে। আজ মঙ্গলবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে বিদ্যুতের দাম দুই দফা বাড়ানো হয়। এটি জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই ভাগে কার্যকর হয়েছে। সবশেষ ৩০ জানুয়ারির প্রজ্ঞাপনে খুচরা পর্যায়ে ৫ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ৮ শতাংশ বাড়ানো হয় বিদ্যুতের দাম।

বিদ্যুৎ খাতে ভর্তুকির চাপ সামলাতে চলতি বছর প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করছে সরকার। এ নিয়ে গত ১৪ বছরে পাইকারি পর্যায়ে ১১ বার ও খুচরা পর্যায়ে ১৩ বার বিদ্যুতের দাম বাড়ানো হলো।

  • শেয়ার করুন