প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩
বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত চলছে। আজ রোববার সকাল ১০টার পর ইজতেমা ময়দানে শুরু হয় এ মোনাজাত। মোনাজাতে বিভিন্ন দেশের লাখো মুসল্লি যোগ দিয়েছেন।
এর আগে আজ ফজরের নামাজের পর থেকে শুরু হয় বয়ান। বয়ান শুরু করেন ভারতের মাওলানা আবদুর রহমান। এরপরই হয় হেদায়েতি বয়ান। মাওলানা ইবরাহিম দেওলা হেদায়েতি বয়ান করেন। এরপরই শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের শূরা সদস্য কারি মোহাম্মদ জোবায়ের। মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই ময়দানের উদ্দেশে যেতে শুরু করেন মুসল্লিরা।
ইজতেমার প্রথম পর্বের আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের পূর্বপাশে বিশেষভাবে তৈরি করা মোনাজাত মঞ্চ থেকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেন। আজ ভোর থেকেই তাৎপর্যপূর্ণ আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লির ঢল ছোটে ইজতেমা ময়দানে।
করোনা মহামারির সময় পেরিয়ে আবারও সমবেত হতে পারায় মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছেন মুসল্লিরা।