প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২২
অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন সংযুক্ত আরব আমিরাতের লেগ স্পিনার কার্তিক মেইয়াপ্পন। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের ১৫তম ওভারের শেষ তিন বলে দুর্দান্ত হ্যাটট্রিক করেন তিনি।
সেই ওভারের চতুর্থ বলে ভানুকা রাজাপাকসেকে সাজঘরে ফেরান ডানহাতি এই লেগ স্পিনার। পঞ্চম বলে চারিথ আশালঙ্কাকে আউট করে জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনা।
পরের বলেই শ্রীলঙ্কার দলের অধিনায়ক দাসুন শানাকাকেও সাজঘরে ফিরিয়ে হ্যাটট্রিক করেন পূর্ণ মেইয়াপ্পন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ২২ বছর বয়সী এই লেগ স্পিনার। ২০০৭ সালে প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিকের হিসাব খুলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি। এরপর গত আসরে তিনটি হ্যাটট্রিক হয়। নেদারল্যান্ডসের বিপক্ষে হ্যাটট্রিক করেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্ফার। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ইংল্যান্ডের সঙ্গে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এর আগে হ্যাটট্রিক করেন।