৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ২:৪১

বুদ্ধিপ্রতিবন্ধী নাঈমকে মা-বাবার কাছে পৌঁছে দিলেন রত্না

প্রকাশিত: মার্চ ১, ২০২৩

  • শেয়ার করুন

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা রত্না। এবার তিনি আলোচনায় এসেছেন মানবিকতার জন্য।  সম্প্রতি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরকে মা-বাবার কাছে পৌঁছে দেন তিনি।

রাজধানীর বনশ্রীতে ‘ওয়েস্টার্ন লাউঞ্জ’ নামে একটি রেস্টুরেন্ট রয়েছে অভিনেত্রী রত্না কবিরের।  গত ২৬ ফেব্রুয়ারি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোর নাঈমকে দেখা যায় সেখানে।

বুদ্ধিপ্রতিবন্ধীর বিষয়টি জানার পর সেখানে হাজির হন তিনি। নাঈমকে নিয়ে বাসায় ফেরেন রত্না।  তাকে নিজ হাতে গোসল করিয়ে খাবার খাওয়ান। এরপর কিশোরের পরিবারকে খুঁজে দেওয়ার জন্য যোগাযোগ করেন খিলগাঁও থানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন নাঈমের মা-বাবা খিলগাঁওয়ের সিপাহীবাগে থাকেন। পরে নাঈমকে সঙ্গে নিয়ে তার পরিবারের কাছে ছুটে যান রত্না। পরিবারের কাছে বুঝিয়ে দেন তাদের সন্তানকে।

রত্না বলেন, ‘নাঈমের পরিবারের খোঁজ করেছি শুধুই নিজের দায়িত্ববোধ থেকে। তাকে তার পরিবারের কাছে তুলে দিতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে।’

  • শেয়ার করুন