৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:০০

ভাই ইব্রাহিমের অভিষেক নিয়ে যা জানালেন সারা

প্রকাশিত: মে ২১, ২০২৩

  • শেয়ার করুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলি খান। অভিনেত্রীর ছোটভাই ইব্রাহিম আলি খান পর্দায় অভিষেকের অপেক্ষায়। বলিপাড়ায় বহুদিন ধরে গুঞ্জন চলছে— বাবা-মা ও দিদির পথে অভিষেক হচ্ছে ইব্রাহিমের। এবার ভাইয়ের অভিনয় দুনিয়ায় পা রাখা নিয়ে মুখ খুললেন সারা।

সম্প্রতি ইব্রাহিমকে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং সেটে দেখা গেছে। করণ জোহরের সহকারী হিসেবে এ সিনেমায় কাজ করেছেন সাইফপুত্র। তবে ঠিক কবে ইব্রাহিম বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন, এ নিয়ে ইব্রাহিম কিংবা তার পরিবারের পক্ষ থেকে কেউ মুখ খোলেননি।

প্রথমবারের মতো ভাইয়ের ক্যারিয়ার নিয়ে মুখ খুলেছেন সারা। অভিনেত্রী বলেন, ইব্রাহিম সদ্য ওর প্রথম সিনেমার কাজ শেষ করেছে।

তিনি আরও বলেন, আমরা দুজনেই ভীষণ আবেগপ্রবণ। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে, ভাই অভিনেতা হিসাবে তার প্রথম সিনেমার শুটিং শেষ করে ফেলেছে। হ্যাঁ, ও যখনই বাড়ি ফেরে, তা সে স্কুল থেকে হোক বা শুটিং থেকে, আমরা দুজনেই একে অপরের জন্য বেশ হাসিখুশি থাকি। আমি বেশ বুঝতে পারি, আমার মধ্যে একটা মায়ের মন রয়েছে। কারণ আমি আর মা ইব্রাহিমের সঙ্গে একই রকম আচরণ করি।

প্রসঙ্গত, করণ জোহরের প্রযোজনা সংস্থার সিনেমার হাত ধরেই বলিউডে পা রাখছেন ইব্রাহিম আলি খান।

  • শেয়ার করুন