৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৫১

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৭ জনসহ নিহত ১২

প্রকাশিত: জুন ২৬, ২০২৩

  • শেয়ার করুন

ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। রোববার (২৫ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, নিহতদের মধ্যে সাতজন একই পরিবারের সদস্য। রোববার গভীর রাতে উড়িষ্যার বেরহামপুর-তপ্তপানি সড়কের দিগাপাহান্ডির কাছে ওএসআরটিসি বাসের সঙ্গে অন্য একটি ব্যক্তি মালিকানাধীন বাসের মুখোমুখি সংঘর্ষে বিয়ের পার্টির ১২ জনেরও বেশি সদস্য নিহত হয়েছেন।

গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাদের মৃত বলে ঘোষণা করা হয়। এখনো মারাত্মক আঘাত নিয়ে অনেকে হাসপাতালে ভর্তি। স্থানীয় পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় বেরহামপুরের এমকেসিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

বেরহামপুরের এসপি সারাভানা বিবেক এম বলেছেন, দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের এমকেসিজি মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং দিগাপাহান্ডি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

রাজ্যটির বিশেষ ত্রাণ কমিশনার বলেছেন, গঞ্জাম জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ৩০ হাজার টাকা দেওয়া হবে।

এদিকে উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক বাস দুর্ঘটনায় মানুষের মৃত্যুর জন্য গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে মৃতদের আত্মীয়দের প্রত্যেককে ৩ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।

  • শেয়ার করুন