৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৪৩

মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩

  • শেয়ার করুন

চাঁদপুর মতলব দক্ষিণে ড্রামের পানিতে ডুবিয়ে আফসানা আক্তার (৩ মাস) নামে এক শিশুকে হত্যা করা হয়েছে।

শনিবার উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, দুপুরে পেশাগত কাজে ওই শিশুর বাবা রাজমিস্ত্রি আনিসুর রহমান বাড়ির বাহিরে যান। শিশুটির মা আয়েশা আক্তার শিশুটিকে একা বসতঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যান। এসে দেখেন তার কন্যাশিশুটি ঘরে নেই।

বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে তাদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের ভেতরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান।

শিশুর পরিবার মতলব দক্ষিন থানার পুলিশকে জানালে থানার ওসি মো.সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তার কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে।

থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।

  • শেয়ার করুন