৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,বিকাল ৩:০৮

মহিলা দলের জেরিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

 

আজ বুধবার দুপুরে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ কারাগার থেকে মুক্ত না হওয়া পর্যন্ত সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত এরই মধ্যে কার্যকর করা হয়েছে।

 

গত ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগদান শেষে পরদিন ঢাকা পৌঁছালে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করা হয়।

  • শেয়ার করুন