প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৩
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সম্পত্তির বিরোধে এক নারী ও তার দশম শ্রেণিপড়ুয়া মেয়েকে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। সেই ঘটনার ভিডিও ধারণ করে সেটি টিকটকে ছাড়লে তা ভাইরাল হয়।
ওই নারীর স্বামীর অভিযোগ, গত ৯ ফেব্রুয়ারি উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রেহানিয়া গ্রামে সম্পত্তির বিরোধে প্রতিপক্ষরা তার স্ত্রী ও স্কুলপড়ুয়া মেয়েকে চুরির অপবাদ দিয়ে খুঁটিতে বেঁধে নির্যাতন করে। আজ বুধবার ওই ঘটনার একটি ভিডিও জিল্লুর রহমান তার টিকটক আইডিতে ছাড়ে।
তিনি বলেন, ‘ভিডিও ভাইরালের পর আমার মেয়ে বাড়ি থেকে বের হতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছি।’
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন বলেন, মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।