৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:৫০

মাহির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে : ওবায়দুল কাদের

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২

  • শেয়ার করুন

জাতীয় সংসদের চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার অনুমতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘চিত্রনায়িকা মাহি উপনির্বাচনে প্রার্থী হতে চান। আমি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মাহির পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। মাহি নিজেও আওয়ামী লীগ করেন। ফলে তাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দেওয়া হয়েছে।’

শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক। কিন্তু সে করছে না। তাই আমি অংশ নিতে চাচ্ছি।

এর আগে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিষয়ে মাহিয়া মাহি বলেছেন, ‘আমার দাদার বাড়ি চাপাইনবাবগঞ্জ-২ আসনে। সেটি বিএনপি অধ্যুষিত এলাকা। অনেক দিন ধরেই আওয়ামী লীগের নেতৃত্ব আসছে না সেখানে। আমার বিশ্বাস যদি মনোনয়ন পাই, জিতে আসতে পারব।’

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

  • শেয়ার করুন