২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৭:৪৫

মুগদায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত: মে ২৭, ২০২৩

  • শেয়ার করুন

রাজধানীর মুগদার মানিকনগর এলাকা থেকে মো. জালাল উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মোবাইদুল ইসলাম বলেন, আমাদের খবর দিলে আমরা গিয়ে জালালকে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়ে এসআই বলেন, আশপাশের লোকজন মুখে জানতে পেরেছি যে, পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জালাল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের গ্রামের বাড়ি পাবনা জেলার সাঁথিয়া থানার বনগাঁও গ্রামে। তিনি ঢাকায় মানিকনগর এলাকার ভাড়া থাকতেন।

  • শেয়ার করুন