৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪২

মেক্সিকোতে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ২৯

প্রকাশিত: জুলাই ৬, ২০২৩

  • শেয়ার করুন

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোর ওক্সাকা রাজ্যে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯ জন। বুধবার (৫ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বাসটি মেক্সিকো সিটি থেকে গত মঙ্গলবার রাতে যাত্রা শুরু করে। পরে গতকাল ভোর সাড়ে ৬টার দিকে ওক্সাকা রাজ্যের আদিবাসী মিক্সটেকা অঞ্চলে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ৭৫ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অন্তত ১৪ জনকে তলাক্সিয়াকো শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনকে বিমানে করে রাজধানী ওক্সাকা সিটিতে নিয়ে যাওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

ওক্সাকা রাজ্যের কর্মকর্তা জেসাস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেছেন, দুর্ঘটনায় নিহত ২৭ জনের মধ্যে এক শিশু রয়েছে। ধারণা করা হচ্ছে, চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। ফলে দুর্ভাগ্যজনকভাবে বাসটি গভীর একটি গিরিখাদে গিয়ে পড়ে যায়।

  • শেয়ার করুন