১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:০৭

মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে ঢল নেমেছে মানুষের

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২২

  • শেয়ার করুন

আজ থেকে মেট্রোরেলের যুগে প্রবেশ করছে বাংলাদেশ। মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে ঢল নেমেছে মানুষের।

এই উপলক্ষে দিয়াবাড়িতে উদ্বোধনী আয়োজন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ ঘিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ব্যানার, ফেস্টুন নিয়ে হাজির হচ্ছেন উত্তরা ১৫ নম্বর সেক্টরে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বেলা ১১টায় মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ পতাকা নেড়ে, লাল ফিতা কেটে প্রথম যাত্রী হিসেবে মেট্রোরেলে ভ্রমণ করবেন তিনি।

মেট্রোরেলে ভ্রমণের জন্য দুই ধরনের টিকিট রাখা হয়েছে। একটি দীর্ঘ মেয়াদে ব্যবহারের এমআরটি পাস, অপরটি এক যাত্রার (সিঙ্গেল জার্নি) কার্ড।

  • শেয়ার করুন