১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪৬

শহরতলী এবং আন্তঃজেলা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২

  • শেয়ার করুন

আগামী শনিবার (১০ ডিসেম্বর) ঢাকা শহর, শহরতলী এবং আন্তঃজেলা রুটে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান তিনি। এর আগে রাজধানীর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিওয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে পরিবহন সংশ্লিষ্ট সংগঠনটি।

 

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকার পরিবহন মালিক-শ্রমিক নেতাদের নিয়ে এই সভা করেন তিনি। সভায় সায়েদাবাদ, মহাখালী, ফুলবাড়িয়া বাস টার্মিনাল ও গুলিস্তানের বিভিন্ন পরিবহনের তিন শতাধিক মালিক-শ্রমিক অংশ নেন। তারা ১০ ডিসেম্বর ঢাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে মত প্রকাশ করেন।

  • শেয়ার করুন