১৭ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২৭

শান্তিবাগ পানির পাম্প এলাকায় নির্মাণাধীন ভবনের ১০ তলায় কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে

প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

রাজধানীর শাহজাহানপুর থানাধীন শান্তিবাগ পানির পাম্প এলাকায় নির্মাণাধীন ভবনের ১০ তলায় কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মো. খালিদ (১৮) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করে।

নিহত ব্যক্তির সহকর্মী শহিদুল ইসলাম জানান, শান্তিবাগ পানির পাম্প এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ১০ তলায় কাজ করার সময় অসাবধানতাবশত সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায় পরে গুরুতর আহত হন খালিদ। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নির্মাণশ্রমিক খালিদ রংপুরের গঙ্গাচড়া উপজেলার সড়াবাড়ি গ্রামের মো. ইউনুস আলীর ছেলে। বর্তমানে ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

  • শেয়ার করুন