১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:০২

শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৩

  • শেয়ার করুন

রাজধানীর পূর্বাচলে আজ রোববার শুরু হচ্ছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার বাণিজ্যমন্ত্রী বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, এই আয়োজন লাভের উদ্দেশ্যে করা হয় না। আন্তর্জাতিক পর্যায়ে দেশি পণ্য ও বাণিজ্য সম্পর্ক গড়ে তুলতে এ আয়োজন। গত বছরের মেলা থেকে ২০০ কোটি টাকা রপ্তানির স্পট আদেশ পাওয়া গেছে। ভবিষ্যতে এটি আরও বাড়বে।

বাণিজ্যমন্ত্রী বলেন, একটু দূরে হলেও মেলায় অংশ নেওয়ায় ক্রেতা-বিক্রেতাদের আগ্রহ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে আমাদের তৈরি পণ্য দেশি-বিদেশি সবার কাছে তুলে ধরার সুযোগ পাই। ক্রেতারাও দেশি-বিদেশি পণ্যের মধ্যে তুলনার সুযোগ পান, এতে পণ্যের মানও উন্নত হয়।

  • শেয়ার করুন