৯ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:১৭

সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভেতর থেকে তালা ঝুলছে

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

আজ শুক্রবার সকালেও নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভেতর থেকে তালা ঝুলছে। কার্যালয়ের আশপাশের কোনো গলিতে নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। পুলিশ ছাড়া কার্যালয়ের সামনে কোনো নেতাকর্মী নেই।

এদিকে আজ সকাল থেকে আবারও নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশের অবস্থানের কারণে এ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে নয়াপল্টন এলাকায় বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে বাসা থেকে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান এ তথ্য জানান।

তারা বলেছেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসভবন থেকে এবং রাত ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।’

এর আগে রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাবো। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।’

  • শেয়ার করুন