৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৪৯

সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

সপ্তাহের ব্যবধানে লবণের দাম কেজিতে তিন টাকা পর্যন্ত বেড়েছে। লবণের পাশাপাশি নতুন করে বেড়েছে পেঁয়াজ, আলু, মসুর ডাল, ময়দা ও আটার দাম। সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর শাহজাহানপুর, মালিবাগ বাজার, কারওয়ান বাজার, বাদামতলী বাজার, সূত্রাপুর বাজার, শ্যামবাজার, কচুক্ষেত বাজার, মৌলভীবাজার, মহাখালী বাজার, উত্তরার আজমপুর বাজার, রহমতগঞ্জ বাজার, রামপুরা ও মিরপুর ১ নম্বর বাজারের পণ্যের দামের তথ্য নিয়ে এ প্রতিবেদন তৈরি করেছে টিসিবি।

টিসিবি বলছে, এক সপ্তাহ আগে লবণের কেজি ছিল ৩৫ থেকে ৪০ টাকা। গতকাল রোববার এর দাম বেড়ে বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪২ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে লবণের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা।

একই দিন দাম বেড়েছে আলু ও দেশি পেঁয়াজের। আলুর দাম ২১ দশমিক ২৮ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ২২ থেকে ৩৫ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ২২ থেকে ২৫ টাকা কেজি। আর দেশি পেঁয়াজের দাম ৫ দশমিক ৫৬ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। এক সপ্তাহ আগে এর দাম ছিল ৩৫ থেকে ৫০ টাকা।

দাম বাড়ার তালিকায় থাকা ছোট দানার মসুর ডালের দাম সপ্তাহের ব্যবধানে ১ দশমিক ৮৫ শতাংশ বেড়ে কেজিতে বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। এক সপ্তাহ আগে ছিল ১৩০ থেকে ১৪০ টাকা। প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে ৫ দশমিক ৮১ শতাংশ। এতে এক কেজি ময়দা বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৪ টাকায়, যা আগে ছিল ৭৫ থেকে ৮০ টাকা। খোলা আটার দাম ১ দশমিক ৬৩ শতাংশ বেড়ে কেজিতে ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ থেকে ৬৩ টাকা।

  • শেয়ার করুন