৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ১১:৫৯

সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশগুলোতে হামলা করছে: গণতন্ত্র মঞ্চ

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস : বিরোধী দলের উপর হামলা করে ক্ষমতায় থাকা যায় না বলে মনে করে গণতন্ত্র মঞ্চ। বুধবার (৩১ আগস্ট) গণসংহতি আন্দোলনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই মতামত জানান নেতারা।

নেতারা অভিযোগ করেন, সারাদেশে বিএনপিসহ বিরোধী দলগুলোর সমাবেশগুলোতে হামলা করছে। নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে। গণজোয়ার দেখে গণরোষের ভয়ে সরকার দমননীতি বেছে নিয়েছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান।

সভায় আগামী ১৬ সেপ্টেম্বর সমাবেশ সফল করার জন্য নেতারা আহ্বান জানান।

  • শেয়ার করুন