প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২২
বরগুনায় অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে সভাপতি ও মো. জাহাঙ্গীর কবিরকে সাধারণ সম্পাদক ঘোষণা করে জেলা আওয়ামী লীগের নতুন কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে গোলাম সারোয়ার টুকুকে।
আট বছর পর গতকাল বুধবার সার্কিট হাউস মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এর আগে ২০১৪ সালের ১৫ নভেম্বর বরগুনা জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ তিন বছর থাকলেও নানা কারণে সম্মেলন হয়নি।