৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৩

সালমানের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী হেমার

প্রকাশিত: জুন ২১, ২০২৩

  • শেয়ার করুন

আবারও বিতর্কের মুখে পড়লেন বলিউড ভাইজান সালমান খান। এবার নিজের জন্য নয় বরং শোরগোল বেঁধেছে তার দেহরক্ষীদের আচরণ নিয়ে। ‘দাবাং থ্রি’ সিনেমায় সালমানের সহ-অভিনেত্রী হেমা শর্মা বিস্ফোরক অভিযোগ এনেছেন এই বলিউড স্টারের বডিগার্ডদের বিরুদ্ধে। এক সাক্ষাৎকারে হেমা জানিয়েছেন, সালমানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। একবার দেখা করার জন্য খুব চেষ্টাও করেছিলেন। ‘দাবাং থ্রি’ সিনেমায় সালমান খানের সঙ্গে এক দৃশ্যে অভিনয় করার কথা ছিল হেমার। সুযোগটি পেয়ে বেশ আনন্দিত ছিলেন এই অভিনেত্রী। কিন্তু ওই দৃশ্যের শুটিংয়ের সময় সালমান অনুপস্থিত ছিলেন। ফলে খুব হতাশ হয়ে পড়েন হেমা। সালমানের সঙ্গে তার আর দেখা করা হয়নি।

হেমা আরও জানান, ‘বিগ বস’ রিয়েলিটি শোর পণ্ডিত জনার্দনের সঙ্গে পরিচয় হয় তার। তারা দুজনে মিলে গিয়েছিলেন সালমানের সঙ্গে দেখা করতে। কিন্তু তখন সালমানের দেহরক্ষীরা তার সঙ্গে ‘কুকুরের মতো’ ব্যবহার করেছেন বলে দাবি তোলেন হেমা। আরও অভিযোগ করেছেন, সালমান এই ঘটনা জেনেও কিছু বলেননি। ঘটনার পর ১০ দিন রাতে ঘুমাতে পারেননি বলেও জানিয়েছেন অভিনেত্রী হেমা।

সূত্র : আনন্দবাজার

  • শেয়ার করুন