৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪৪

স্কুলছাত্রের মৃত্যু: সেই মাইক্রোবাস চালক গ্রেপ্তার

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২২

  • শেয়ার করুন

পল্লীর আভাস: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় বিজ্ঞান কলেজের স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন নিহতের ঘটনায় ঘাতক মাইক্রোবাস চালক জিয়াউল হককে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার ও মাইক্রোবাসটি জব্দ করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

ডিএম‌পির তেজগাঁও বিভাগ পুলিশের ডিসি আজিমুল হক জানান, রোববার (১১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন বিজি প্রেসের সামনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিজ্ঞান কলেজ স্কুল শাখার দশম শ্রেণির ছাত্র আলী হোসেন গুরুতর আহত হয়।

প‌রে তা‌কে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হ‌লে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।। ওই ঘটনায় রাতেই তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে ঘাতক মাইক্রোবাসটির চালককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আলী হো‌সে‌নে মৃত্যুর ঘটনায় রাজধানীর বিজয় সরণি মোড় অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সোমবার বেলা ১১টা থেকে রাজধানীর ফার্মগেট মূল সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি পালন শুরু করে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে আরও কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের সঙ্গে যোগ দিয়ে ফার্মগেট থেকে দুপুর সাড়ে ১২টার দিকে বিজয় সরণি মোড়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে সবকটি রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা সহপাঠীর মৃত্যুর ঘটনায় বিচার দাবি করেন।

  • শেয়ার করুন