৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৮:৪১

হাসপাতালে ভর্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৩

  • শেয়ার করুন

অবকাশ যাপনে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শনিবার (১৫ জুলাই) কিছুটা অসুস্থবোধ করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। খবর সিএনএনের।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পানিশূন্যতায় ভোগার কারণে নেতানিয়াহুর এমন হয়েছে। এরপরই তাকে শেবা মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়।

হাসপাতাল ও তার কার্যালয় যৌথ বিবৃতিতে জানায়, নেতানিয়াহু দেশটির উত্তরাঞ্চলীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্র গালিলি সমুদ্র দেখতে যান। সেখানে তাপদাহের কারণে কিছুটা ঝিমিয়ে পড়েন ৭৩ বছর বয়সী এই রাজনীতিবীদ। সেখান থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

সেখানে বসেই এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আমি আমার স্ত্রীকে নিয়ে সাগরে গিয়েছিলাম কিছুটা সময় কাটাতে। সেখানে দীর্ঘ সময় রোদে থাকায় হাসপাতালে আসতে হয়েছে। এখন বেশ ভালো আছি। সবার প্রতি অনুরোধ রোদে বের হবেন না, বেশি করে পানি পান করুন।

গেল কয়েক মাস ধরেই ইসরায়েলের বিচার বিভাগের সংস্কার নিয়ে বিক্ষোভের মুখোমুখি রয়েছেন নেতানিয়াহু। বিচার বিভাগের সংস্কারের নামে তিনি আসলে আদালতের স্বাধীনতা খর্ব করতে চাইছেন বলে অভিযোগ করেছেন দেশটির বাসিন্দারা। সরকার পতনের দাবিতে, রাস্তায় নেমে বিক্ষোভ করছেন লাখ লাখ মানুষ। চলমান এই বিক্ষোভের মধ্যে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতন নিয়েও আন্তর্জাতিক অসন্তোষের মধ্যে রয়েছেন নেতাহিয়াহু। এছাড়াও তিন তিনটি দুর্নীতি মামলা ‍ঝুলছে তার ঘাড়ে। সব মিলিয়ে মানসিকভাবেও চরম চাপে রয়েছেন তিনি। গত বছরের অক্টোবরেও নেতানিয়াহু অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

  • শেয়ার করুন