৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:৫০

হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিস

প্রকাশিত: জুন ৮, ২০২৩

  • শেয়ার করুন

হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিকদের প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিস। অস্ত্রোপচারের জন্য ইতালির গেমেলি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ভ্যাটিকান প্রেস অফিসের এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বিকেলে পোপ ফ্রান্সিসের পেটে অস্ত্রোপচার করা হবে। তাকে বেশ কিছুদিন হাসপাতালে থাকতে হতে পারে।

আল জাজিরা বলছে, এর আগে ৮৬ বছর বয়সী পোপ ফ্রান্সিসের অস্ত্রোপচারের ব্যাপারে সম্মত হয় মেডিকেল টিম।

পরীক্ষা-নিরীক্ষার পর গতকাল মঙ্গলবার এ ধর্মযাজককে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার করে আজ বুধবার সকালে তাকে হাসপাতালে নেওয়ার কথা বলা হলেও শুরুতে অস্ত্রোপচারের তথ্য এড়িয়ে যাওয়া হয়।

ডাইভার্টিকুলাইটিসে আক্রান্ত পোপ ফ্রান্সিসের ২০২১ সালে আরেকবার অস্ত্রোপচার করা হয়। এ বছরের শুরুতে পোপ বলেছিলেন, সেই অসুস্থতা আবার ফিরে এসেছে। এ জন্য তার ওজনেও তারতম্য দেখা দিচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ফ্রান্সিসকে হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে ব্রঙ্কাইটিসের চিকিৎসার জন্য মার্চের শেষের দিকে তিন দিন হাসপাতালে থাকতে হয় তাকে। ওই সময় জেমেলি হাসপাতালের সামনে সাংবাদিকদের ভিড় লেগে যায়।

  • শেয়ার করুন