১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:০৭

১১ ফেব্রুয়ারি সারা দেশে শান্তি সমাবেশ করবে আ.লীগ

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৩

  • শেয়ার করুন

মাঠের বিরোধী দল বিএনপির ইউনিয়ন পর্যন্ত পদযাত্রার দিনে আওয়ামী লীগও আগামী ১১ ফেব্রুয়ারি বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে সারা দেশের ইউনিয়নে ইউনিয়নে শান্তি সমাবেশ করবে। এসব শান্তি সমাবেশে দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকতে দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মহানগরীর প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে শান্তি সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি দলের সাধারণ সম্পাদক একাধিক শান্তি সমাবেশে অংশ নেবেন। কেন্দ্রীয় নেতারা নিজ জেলার শান্তি সমাবেশে অংশ নেবেন। কোন নেতা কোথায় যাবেন, সে বিষয়ে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচন পর্যন্ত সাংগঠনিক কর্মসূচির অংশ হিসেবে ১১ তারিখে ইউনিয়ন পর্যায়ে সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

যেসব জেলায় কেন্দ্রীয় নেতারা যাবেন না, সেখানে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি জেলা পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যানের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে কার্যনির্বাহী সংসদের সদস্য পর্যন্ত একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে আবদুর রাজ্জাক ও শামসুন নাহার চাঁপা টাঙ্গাইলে, ফারুক খান ও সৈয়দ আব্দুল আওয়াল শামীম গোপালগঞ্জে, শাজাহান খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবহান গোলাপ, আনোয়ার হোসেন ও সাহাবুদ্দিন ফরাজী মাদারীপুরে, আবদুর রহমান ফরিদপুরে, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বেগম আখতার জাহান রাজশাহী, সিমিন হোসেন রিমি গাজীপুর, ড. হাছান মাহমুদ চট্টগ্রাম উত্তরে, সফুরা বেগম রুমি লালমনিরহাটে, এইচ এন আশিকুর রহমান, সুজিত রায় নন্দী ও হোসনে আরা লুৎফা ডালিয়া রংপুর, ডা. রোকেয়া সুলতানা বগুড়ায়, সাখাওয়াত হোসেন শফিক নওগাঁয়, মেরিনা জাহান সিরাজগঞ্জে, নুরুল ইসলাম ঠান্ডু পাবনায়, পারভীন জামান কল্পনা ঝিনাইদহে, বিএম মোজাম্মেল হক যশোরে, নির্মল কুমার চ্যাটার্জি মাগুরায়, মাশরাফী বিন মোর্ত্তজা নড়াইলে, আমীরুল ইসলাম মিলন বাগেরহাটে, সিদ্দিকুর রহমান বরগুনায়, আবুল হাসানাত ও আনিসুর রহমান বরিশালে, গোলাম কবির রাব্বানী চিনু, তারানা হালিম মানিকগঞ্জ, মৃণাল কান্তি দাস মুন্সীগঞ্জ, সানজিদা খানম নরসিংদীতে, ইকবাল হোসেন অপু শরীয়তপুরে, মির্জা আজম জামালপুরে, মারুফা আক্তার পপি শেরপুরে, অসীম কুমার উকিল ও রেমন্ড আরেং নেত্রকোনায়, নজীবুল্লাহ হিরু ব্রাহ্মণবাড়িয়ায়, আব্দুস সবুর কুমিল্লা উত্তর, আমিনুল ইসলাম চট্টগ্রাম দক্ষিণ, সিরাজুল মোস্তফা কক্সবাজার, দীপংকর তালুকদার রাঙামাটিতে, ডা. দীপু মনি ও সেলিম মাহমুদ চাঁদপুরে, আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে জয়পুরহাটে, এসএম কামাল হোসেন ও গ্লোরিয়া সরকার ঝর্না খুলনায়, আফজাল হোসেনকে পটুয়াখালীতে, ওয়াসিকা আয়শা খানকে বান্দরবানে, ফরিদুন্নাহার লাইলীকে লক্ষ্মীপুরে ও দেলোয়ার হোসেনকে রাজবাড়ীর শান্তি সমাবেশে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

  • শেয়ার করুন