৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৪১

২৪ ঘণ্টার মধ্যে সেনা জড়ো শুরু করবে রাশিয়া

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২২

  • শেয়ার করুন

কিয়েভে অবস্থানরত কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজোনদো জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনের ঘোষণা অনুযায়ী আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেনা জড়ো করার কাজ শুরু করতে যাচ্ছে রাশিয়া।

বুধবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে সেনা জড়ো করার ডিক্রি জারি করেছেন তিনি।

এরপর প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু জানান, ইউক্রেনের জন্য ৩ লাখ সেনা জড়ো করা হবে।

আল জাজিরার গ্যাব্রিয়েল এলিজোনদো বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব সেনাকে সামরিক অফিসে যোগাযোগ করতে বলার নোটিশ দেওয়া হবে। এরপর তাদের পাঠানো হবে প্রশিক্ষণে। প্রশিক্ষণ শেষে ইউক্রেনে রুশ দখলকৃত অঞ্চলগুলো রক্ষা করতে যাবেন তারা।

সাংবাদিক গ্র্যাব্রিয়েল আরও বলেছেন, ইউক্রেনের জন্য নিজেদের রিজার্ভ ২৫ লাখ সেনার মধ্যে ৩ লাখ সেনাকে প্রস্তুত করার যে সিদ্ধান্ত রাশিয়া নিয়েছে এর মাধ্যমে প্রকাশ পাচ্ছে ইউক্রেনে তাদের কথিত ‘বিশেষ সামরিক অভিযান’ পরিকল্পনা অনুযায়ী হয়নি।

সূত্র: আল জাজিরা

  • শেয়ার করুন